Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৮ ১৪৩১, শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫

বাজেট অধিবেশনে উপস্থিত ভারতের রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাজেট অধিবেশনে উপস্থিত ভারতের রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে ও লোকসভার কংগ্রেস দলীয় সদস্য অভিজিৎ মুখার্জী বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন।

শনিবার সকাল ১০টা ৪৮ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই সংসদে বিদেশি অতিথি গ্যালারিতে বসে শনিবারের অধিবেশন দেখা শুরু করেন তিনি। এসময় অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

অভিজিৎ মুখার্জী অধিবেশন কক্ষে প্রবেশের আগে সংসদ এলাকা ঘুরে দেখেন।

তার অধিবেশন প্রত্যক্ষ করার বিষয়টি ঘোষণা দিয়ে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer